অনলাইন ডেক্স: বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়ে এ ঘোষণা দেন। ফেব্রুয়ারি মাসে মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা, তবে এ টুর্নামেন্টে তামিম খেলবেন কি না, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। সাবেক অধিনায়ক তামিম জানিয়েছেন, তিনি আর জাতীয় দলের জার্সিতে ফিরবেন না।
ফেসবুক পোস্টে তামিম বলেন, “আমি অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি, আর সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর সামনে থাকায় আমি চাই না আমাকে নিয়ে আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।”
তিনি আরও জানান, অনেক আগেই তিনি নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছিলেন। তামিম বলেন, “বিসিবির কোনো চুক্তিতে আমি নেই, এক বছরের বেশি সময় আগে নিজ থেকে সরে দাঁড়িয়েছি, তাই আমাকে নিয়ে আলোচনা বা পরিকল্পনা করার কিছু নেই।”
তামিম লিখেছেন, “অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যেকোনো ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি, আর এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।” তিনি উল্লেখ করেন, “২০২৩ বিশ্বকাপের আগে যেটা ঘটেছিল, তা ছিল আমার জন্য বড় ধাক্কা। তবে ক্রিকেট ভক্তদের ভালোবাসার কথা ভেবে অনেক কিছু ভাবতে হয়েছিল।”
তামিম তার ছেলেকে নিয়েও কথা বলেন, “আমার ছেলে কখনো সরাসরি কিছু বলেনি, কিন্তু তার মা’কে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। আমি দুঃখিত, কিন্তু ছেলেকে বলছি, তুমি যখন বড় হবে, তখন বাবাকে বুঝতে পারবে।”
তামিম ২০২৩ সালের জুলাইতে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে তিনি ক্রিকেটে ফেরার ঘোষণা দেন। কিন্তু পরবর্তীতে আর কখনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।








