চট্টগ্রাম ডেস্ক: বন্ধের নোটিস প্রত্যাহার করে খুলে দেওয়া হয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ এস আলমের বন্ধ করে দেওয়া নয়টি কারখানা। ০১ জানুয়ারি (বুধবার) এস আলম গ্রুপের এক দাপ্তরিক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রতিষ্ঠানটির মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষরিত এই দাপ্তরিক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে …
খুলে দেওয়া হয়েছে এস আলমের ৯ কারখানা, স্বস্তিতে হাজারো শ্রমিক-কর্মচারী

চট্টগ্রাম ডেস্ক: বন্ধের নোটিস প্রত্যাহার করে খুলে দেওয়া হয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ এস আলমের বন্ধ করে দেওয়া নয়টি কারখানা। ০১ জানুয়ারি (বুধবার) এস আলম গ্রুপের এক দাপ্তরিক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রতিষ্ঠানটির মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষরিত এই দাপ্তরিক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে সংশ্লিষ্ট সকল কারখানা ইনচার্জগনসহ সকল নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০২/০১/২০২৫ইং হতে সকল কারখানার উৎপাদন কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে স্বাভাবিক নিয়মে চলবে। সকল নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকগনকে কারখানার দাপ্তরিক সময়সূচী অনুযায়ী উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। সংশ্লিষ্ট সকলকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
এর আগে এর আগে গত ২৪ ডিসেম্বর কাঁচামাল সংকটের কারণে চিনির কারখানাসহ চট্টগ্রামে মোট ৯ টি কারখানা বন্ধ করে দেয় এস আলম গ্রুপ। এসময় কার্যক্রম না চললেও কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়।
এসব কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা বুধবার কাজে যোগ দিয়েছেন বলে এস আলম গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “ফরেন এলসি বন্ধ থাকায় বিদেশ থেকে কাঁচামাল আমদানি করা যাচ্ছে না। তাই স্থানীয় বাজার থেকে যতটুকু কাঁচামাল সংগ্রহ করা হবে সে হিসেবে বৃহস্পতিবার থেকে উৎপাদন চালানো হবে।”
এদিকে, পুনরায় কারখানাগুলো চালু হওয়ায় শ্রমিক-কর্মচারীদের মধ্য স্বস্তি ফিরতে দেখা গেছে। কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, এস আলম গ্রুপ এত সীমাবদ্ধতার মধ্যেও আমাদের বেতন ভাতা কখনোই বন্ধ রাখেনি। কোম্পানির উপর এবং কোম্পানির মালিকের উপর আমাদের সম্পুর্ন আস্থা আছে। আমাদের বিশ্বাস সবকিছু কাটিয়ে আবারো পুরোদমে ব্যবসা শুরু করতে পারবে আমাদের প্রতিষ্ঠানটি। এসময় পুনরায় কারখানা চালু করায় কর্তৃপক্ষকে ধন্যবাদও দেন অনেকেই।
Subscribe to Our Newsletter
Keep in touch with our news & offers










