আনলাইন ডেক্স: চট্টগ্রাম নগরের চকবাজার পশ্চিম বাকলিয়া ডিসি রোড এলাকায় ওয়াসার সরবরাহকৃত পানিতে মারাত্মক দুর্গন্ধ ও ময়লা থাকার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। গত তিন দিন ধরে এই পানি ব্যবহারের ফলে এলাকায় ডায়রিয়া ও বমির প্রকোপ বেড়েছে।
স্থানীয় বাসিন্দা জিন্নাত জাহান বলেন, গত পরশু দিন থেকে পানিতে দুর্গন্ধ শুরু হয়। প্রথমে গুরুত্ব দেইনি, কিন্তু গন্ধ তীব্র হতে থাকে। এরপর থেকে ডায়রিয়া ও বমি শুরু হয়। পুরো পরিবারই অসুস্থ হয়ে পড়েছে।
অন্য বাসিন্দারা জানান, ওয়াসার পাইপ ফেটে চাক্তাই খালের নোংরা পানি সরবরাহ লাইনে মিশে গেছে। মিয়ার বাপের মসজিদের পাশে ওয়াসার সংস্কার কাজের সময় এই দুর্ঘটনা ঘটে বলে দাবি তাদের।
স্থানীয় এক চাকরিজীবী সাইদ সবুজ বলেন, আগে পানি মিনারেল ওয়াটারের মতো স্বচ্ছ ছিল। কিন্তু এখন পানিতে নালার মতো গন্ধ। আমার ভাগিনা আহনাফ এই পানি পান করার পর থেকে টানা বমি আর ডায়রিয়ায় ভুগছে। ডাক্তার দেখানোর পরও তার অবস্থা পুরোপুরি ভালো হয়নি।
ডিসি রোড এলাকার বাসিন্দারা দুর্গন্ধযুক্ত এই পানি ফিটকিরি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেও তা ব্যবহার উপযোগী করতে পারেননি। তাদের মতে, পানি এখনও খাবারের অযোগ্য।
এ বিষয়ে ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল আমিন বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টি আপনার কাছ থেকে জানলাম। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
ডায়রিয়ার প্রকোপ ও দুর্গন্ধযুক্ত পানি নিয়ে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।








