মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে বিজয় উৎসবের আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটি। আগামী ১৫ ডিসেম্বর রাত ১২টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। বিজয় দিবসের দিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন চলবে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবসের দিন বিকেল ৩টায় ষোলশহর থেকে বিপ্লব উদ্যান পর্যন্ত বিজয় মিছিল হবে। বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত আলোচনা সভা, সাড়ে ৪টা থেকে ৭টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।
জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রামবাসীকে বিজয় দিবসের এই উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।








