অনলাইন ডেক্স: তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলে মিশে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন।
সভায় নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন চন্দনাইশ উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।








