চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে রোহিঙ্গা মাদকসম্রাজ্ঞী গ্রেপ্তার

অনলাইন ডেক্স: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় সেনাবাহিনী অভিযান চালিয়ে রোহিঙ্গা মাদকসম্রাজ্ঞী রহিমা বেগম (৪০)কে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌরসভার সাঙ্গু নদীর দক্ষিণ পাড়ের ব্রিজ সংলগ্ন বার্মা কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রহিমা বেগম বার্মা কলোনির রোহিঙ্গা নাগরিক ওসমানের স্ত্রী। জানা গেছে, দীর্ঘদিন ধরে এই কলোনির প্রতিটি পরিবারে মাদক ব্যবসা চলছে। গোপন সংবাদের ভিত্তিতে মেজর ফজলে রাব্বির নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। এ সময় রহিমা বেগমের বাসা থেকে দেশীয় তৈরি ছোলাই মদ, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া রহিমা বেগমকে পরবর্তীতে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, রহিমার বিরুদ্ধে মামলা রুজু শেষে তাকে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *