অনলাইন ডেক্স :বিপিএল–এর সিলেট পর্বে নিজেদের ম্যাচের আগের দিন নতুন খেলোয়াড় দলে যুক্ত করেছে ঢাকা ক্যাপিটালস। দেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে শেষ মুহূর্তে দলে ভেড়ালেন দলটির মালিক শাকিব খান। আজ (সোমবার) দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি।
বিপিএলের ড্রাফট থেকে অবিক্রিত থাকা মোসাদ্দেককে দলে নেওয়ার মাধ্যমে নিজেদের স্কোয়াডে পরিবর্তন আনছে ঢাকা ক্যাপিটালস। গত তিন ম্যাচে ঢাকার স্কোয়াড সিলেকশন ও বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছিল। বিদেশি ক্রিকেটারদের নিয়ে ভক্তদের মাঝে ছিল অসন্তোষ। দলের ফ্র্যাঞ্চাইজি তাই মরিয়া হয়ে মোসাদ্দেককে দলে অন্তর্ভুক্ত করেছে।
এছাড়া, গতকাল ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন দলের মেন্টর সাঈদ আজমল। সাবেক পাকিস্তানি স্পিনারের আগমন দলকে বাড়তি প্রেরণা দেবে বলে আশা করা হচ্ছে।








