নগরের সৌন্দর্য রক্ষায় ব্যানার ও পোস্টার অপসারণে প্রয়োজনে আইনি ব্যবস্থা

অনলাইন ডেক্স:চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নগরের সৌন্দর্য রক্ষায় ব্যানার ও পোস্টার অপসারণে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

রবিবার (১২ জানুয়ারি) বিকেলে কাজির দেউরি বাজারের ব্যবসায়ীদের মধ্যে বর্জ্য সংগ্রহের জন্য প্লাস্টিকের বিন বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “নগরে বর্তমানে ব্যানার ও পোস্টারের ছড়াছড়ি দেখা যাচ্ছে, যা নগরের সৌন্দর্য নষ্ট করছে। প্রতিটি ওয়ার্ডকে গ্রিন সিটির আওতায় আনতে চাই। প্রথমে গণসচেতনতা তৈরি করছি, এরপর প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে। নগরকে সুন্দর রাখতে আমাদের আইনি পথেই হাঁটতে হবে।”

তিনি আরও জানান, চট্টগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে, বাজারে এবং বাণিজ্যিক এলাকায় বর্জ্য সংগ্রহের জন্য প্লাস্টিকের বিন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মেয়র বলেন, “বর্ষা মৌসুম আসতে আর বেশি দেরি নেই। এ সময়ে জলাবদ্ধতা আমাদের প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়, যার মূল কারণ হলো পলিথিন, প্লাস্টিক, কর্কশিটসহ অপচনশীল দ্রব্য। এগুলো যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলতে হবে। নালা-নর্দমায় এসব ফেললে তা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।”

দোকানগুলোর সামনে বর্জ্য সংগ্রহের জন্য বিন সরবরাহ করা হলেও যদি কোথাও ময়লা-আবর্জনা পড়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট দোকানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দেন মেয়র। তিনি বলেন, “ট্রেড লাইসেন্স বাতিলের বিষয়টি শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি বাস্তবায়ন করা হবে। এই শহর আমাদের সবার। আগামী প্রজন্মের জন্য এটি সুন্দর রাখা আমাদের দায়িত্ব।”

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *