অনলাইন ডেক্স: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি পলিটেকনিক মোড় এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (৩ জানুয়ারি) সকালে আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্রাংক অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।
শিল্প পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো. কায়সার হামিদ ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রমিকদের দাবি, গত বছরের ডিসেম্বর মাসের বকেয়া বেতন এখনো পরিশোধ করা হয়নি। দীর্ঘদিন অপেক্ষার পরও পাওনা না মেলায় তারা সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন।
দুপুর ১২টার দিকে মালিকপক্ষ শ্রমিকদের কিছু অংশকে ডিসেম্বর মাসের অর্ধেক বেতন পরিশোধ করে। তবে এতে শ্রমিকদের মধ্যে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে প্রতিষ্ঠানটির এডমিন ম্যানেজার মোহাম্মদ জাবেদ উপস্থিত থাকলেও মালিকপক্ষের কেউ সেখানে আসেননি, যা শ্রমিকদের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে।
শ্রমিকদের অবরোধের কারণে টেকনিক্যাল মোড় এলাকায় রাস্তার উভয় পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, শিল্পাঞ্চল পুলিশ ও খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
বর্তমানে শ্রমিকদের দাবির প্রেক্ষিতে মালিকপক্ষের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে প্রশাসন।








