অনলাইন ডেক্স: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর ঢাকা ও সিলেট পর্ব সফলভাবে শেষ করে চট্টগ্রাম পর্বে অংশ নিতে নিজ শহরে ফিরেছে চিটাগং কিংস। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তারা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
দলটি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সমর্থকরা ফুলের মালা দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানায়। এ সময় চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী গণমাধ্যমে বলেন,
ঢাকার শুরুটা ভালো করার পর সিলেটেও দুইটি ম্যাচ জিতেছি। আশা করছি ইনশাল্লাহ আমাদের চট্টগ্রামেও ভালো একটি রেজাল্ট উপহার দিবে খেলোয়াড়রা।’
তিনি আরও যোগ করেন‘আমি চট্টগ্রামের মানুষের জন্যই কাজ করি। বাকিটা তাদের ওপর ছেড়ে দিচ্ছি। তবে আমি চট্টগ্রামের মানুষের ইজ্জত রাখবো ইনশাল্লাহ।’
পরে বিমানবন্দর থেকে খেলোয়াড়দের একটি মোটর শোভাযাত্রার মাধ্যমে নগরের র্যাডিসন ব্লু হোটেলে নিয়ে যাওয়া হয়।
আগামী ১৬ জানুয়ারি থেকে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। এ পর্ব চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত, যেখানে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
হার দিয়ে বিপিএল যাত্রা শুরু করলেও চট্টগ্রাম কিংস পরবর্তী তিন ম্যাচে টানা জয় তুলে নেয়। সর্বশেষ সিলেটে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে পরাজিত করে তারা। এখন পর্যন্ত চট্টগ্রাম কিংস ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে।
চট্টগ্রাম পর্বে অংশগ্রহণের জন্য বিপিএলের সব দলই ইতোমধ্যে বন্দরনগরীতে অবস্থান করছে। চট্টগ্রামের সমর্থকরা এই পর্বে দারুণ উত্তেজনা ও প্রত্যাশায় মগ্ন।








