বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে রাজবাড়ী সড়ক অবরোধ

অনলাইন ডেক্স: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে গাজীপুরে রাজবাড়ী সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়কটি অবরোধ করেন তারা।

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় কমপক্ষে ১৪ জন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আহত হন।

এই হামলার প্রতিবাদে শনিবার সকাল থেকেই গাজীপুর শহরের রাজবাড়ী মাঠ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মিছিল শুরু করেন ছাত্র-জনতাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে রাজবাড়ী মাঠে এক বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়। এরপর ছাত্র-জনতা রাজবাড়ী সড়কটিতে বিক্ষোভ মিছিল বের করে এবং ফ্যাসিবাদীদের বিরুদ্ধে স্লোগান দেয়। একপর্যায়ে তারা সড়কটি অবরোধ করে রাখেন, যার ফলে সড়কের সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে যানবাহনগুলো হাসপাতাল সড়ক দিয়ে চলাচল করতে থাকে।

বিক্ষোভকারীরা বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনার বিচার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *