অনলাইন ডেক্স: চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল ও ছাত্রদলের ১৪ নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (১ মার্চ) বিকেলে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামে হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন—যুবদলকর্মী রুবেল (কদমতলা, হিঙ্গুলী ইউনিয়ন), পারভেজ (খিলমুরারী), লিটন দাশ (আজমনগর),সোহেল (যুগ্ম সম্পাদক, যুবদল, ৫ নম্বর ওয়ার্ড, হিঙ্গুলী ইউনিয়ন),হৃদয় (সাংগঠনিক সম্পাদক, যুবদল, জামালপুর),নাজিম (মেহেদীনগর),মাসুদ (বারইয়ারহাট পৌরসভা) ,ছাত্রদলকর্মী নয়ন, রাজু ও ফয়সালসহ মোট ১৪ জন আহত হন।
হামলার ঘটনায় খিলমুরারী এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তারা হলেন— সাইফুল ইসলাম (৩২), পিতা মো. জামাল, খিলমুরারী গ্রাম মো. সেলিম (৫০), পিতা মৃত আমির হোসেন, খিলমুরারী গ্রাম
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন,খিলমুরারী এলাকায় হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আমরা অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৫ নম্বর আসামি সাইফুল ইসলাম এবং মো. সেলিমকে গ্রেপ্তার করেছি। তাদের শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করছে।








