শাহবাগ মোড়ে গণ-অভ্যুত্থানে আহতদের অবরোধ

অনলাইন ডেক্স: জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি তাঁদের স্বজনেরা ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে তাঁরা এই অবরোধ শুরু করেন, যার ফলে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, সরকার আহতদের চিকিৎসার জন্য’, ‘বিএবংসি’—এই তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করেছে, যেখানেসিক্যাটাগরির আহতদের জন্যএবংবিক্যাটাগরির মতো সুবিধা প্রদান করা হয়নি। তাঁদের দাবি, সব আহতদেরঅথবাবিক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে, এবং চিকিৎসা ব্যবস্থায় ক্যাটাগরি দুটি রাখা উচিতআহত এবং গুরুতর আহত।

এছাড়া, আন্দোলনকারীরা আরও দুটি দাবি জানিয়েছেন: . প্রান্তিক এলাকায় আহতদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু করতে হবে। . আহতদের সুরক্ষায় একটি আইন প্রণয়ন করতে হবে।

অনেকে আহতদের সরকারি ভাতার আওতায় আনার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *