অনলাইন ডেক্স: জুলাই গণ–অভ্যুত্থানে আহত ব্যক্তি ও তাঁদের স্বজনেরা ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে তাঁরা এই অবরোধ শুরু করেন, যার ফলে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, সরকার আহতদের চিকিৎসার জন্য ‘এ’, ‘বি’ এবং ‘সি’—এই তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করেছে, যেখানে ‘সি’ ক্যাটাগরির আহতদের জন্য ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরির মতো সুবিধা প্রদান করা হয়নি। তাঁদের দাবি, সব আহতদের ‘এ’ অথবা ‘বি’ ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে, এবং চিকিৎসা ব্যবস্থায় ক্যাটাগরি দুটি রাখা উচিত—আহত এবং গুরুতর আহত।
এছাড়া, আন্দোলনকারীরা আরও দুটি দাবি জানিয়েছেন: ১. প্রান্তিক এলাকায় আহতদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হট–লাইন সেবা চালু করতে হবে। ২. আহতদের সুরক্ষায় একটি আইন প্রণয়ন করতে হবে।
অনেকে আহতদের সরকারি ভাতার আওতায় আনার দাবি জানান।








