চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি বলেন, “পাহাড়তলী বধ্যভূমি সংরক্ষণ ও এর ইতিহাস সবার সামনে তুলে ধরতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণে রাখবে।”
তিনি আরও বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পূর্ব পরিকল্পিতভাবে শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলীসহ দেশের মেধাবীদের হত্যা করা হয়েছে। বর্তমান সময়ের বুদ্ধিজীবীদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।”
মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের মেধাশূন্য করতে শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিকসহ বহু বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করে। এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর, আল-শামসদের সহযোগিতায় তারা এ বর্বর হত্যাযজ্ঞ চালায়। সেই থেকে দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।








