চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় সন্ত্রাসী ও যুবলীগ ক্যাডার মো. ফারুক ওরফে ডাকাত ফারুককে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) কেঁওচিয়া ইউনিয়নের সামিয়ার পাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক সাতকানিয়ার মো. সোলায়মানের ছেলে। পুলিশ জানায়, ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর …
সাতকানিয়ায় যুবলীগ ক্যাডার ফারুক গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় সন্ত্রাসী ও যুবলীগ ক্যাডার মো. ফারুক ওরফে ডাকাত ফারুককে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) কেঁওচিয়া ইউনিয়নের সামিয়ার পাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফারুক সাতকানিয়ার মো. সোলায়মানের ছেলে। পুলিশ জানায়, ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক সানিসহ দলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ফারুক। এছাড়া চলতি বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার নেতৃত্ব দেয় সে।
সাতকানিয়া থানার ওসি মো. মোস্তফা কামাল খান বলেন, “গ্রেফতারকৃত ফারুকের বিরুদ্ধে ২০১৮ সালের হামলার মামলা এবং ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। হামলার পর থেকে সে পলাতক ছিল। শুক্রবার সকালে তাকে আটক করা হয়েছে।”
ফারুকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
Subscribe to Our Newsletter
Keep in touch with our news & offers










