সোনা চোরাচালানের অভিযোগে চট্টগ্রামে উড়োজাহাজ জব্দ

চট্টগ্রাম ডেস্ক: সোনা চোরাচালানের অভিযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা বিমানটি জব্দ করেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ‘বোয়িং ৭৭৭-ইআর’ মডেলের উড়োজাহাজটি জব্দ করা হয়। উড়োজাহাজটি দুবাই ফেরত বাংলাদেশ বিমানের ফ্লাইট ‘বিজি-১৪৮’ হিসেবে ব্যবহৃত হয়।

বিমানের ওই ফ্লাইট থেকে সোনার বার উদ্ধারের ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। পরে তাকে নগরীর পতেঙ্গা থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

বিমান জব্দের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন। তিনি বলেন, ‘কাস্টমস গোয়েন্দার অধীনে আগেও একবার বিমান জব্দের ঘটনা ঘটে। তা হয়েছিল ঢাকায়। বিমান জব্দের ঘটনা চট্টগ্রামে এটাই প্রথম।’

তিনি বলেন, ‘বিমান জব্দের ঘটনা অন্য ফৌজদারি মামলার আলামতের মতো ফিজিক্যালি জব্দ করা হয় না। ফিজিক্যালি বিমান তাদের শিডিউল অনুসারে চলাচল করবে। তবে দালিলিকভাবে কাস্টমস আইন অনুসারে বিমানটি আটক করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *