অনলাইন ডেক্স: চট্টগ্রাম আদালতের বারান্দা থেকে গায়েব হওয়া ১ হাজার ৯১১টি মামলার নথি (কেস ডকেট বা সিডি) মাত্র ১৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
এসব নথি একটি ভাঙারির দোকানে বিক্রি করেছিলেন রাসেল নামে এক চা বিক্রেতা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাসেলকে গ্রেপ্তারের পর পুলিশ এসব নথি উদ্ধার করে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম। তিনি জানান, নথিগুলো উদ্ধারে গত তিনদিন ধরে কাজ করছিল পুলিশ। রাসেল, যিনি আদালত চত্বরে চা বিক্রি করেন, নথিগুলো চুরি করে ভাঙারির দোকানে বিক্রি করেছিলেন।
ওসি আরো বলেন, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা রাসেলকে চিহ্নিত করি এবং আটক করি। পরে তাকে সঙ্গে নিয়ে ভাঙারির দোকানে গিয়ে নথিগুলো উদ্ধার করা হয়।”
পুলিশের তৎপরতায় চুরি যাওয়া গুরুত্বপূর্ণ নথিগুলো ফেরত পাওয়া সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় আদালতের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছে।








