বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই পক্ষের বিরোধ, চট্টগ্রাম প্রেস ক্লাবে হট্টগোল ও হাতাহাতি

অনলাইন ডেক্স: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক গ্রুপের মধ্যে বিরোধের জেরে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে অভিযোগ ওঠে, সংগঠনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে রাখা হয়। এ ঘটনায় সমন্বয়ক রাসেল আহমেদ রাতেই সংবাদ সম্মেলন ডাকেন।

সংবাদ সম্মেলনে রাসেল অভিযোগ করেন, মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে নগরের ওয়াসার মোড়ে একটি রেস্টুরেন্টে ‘ডট গ্যাং’ নামে একটি গ্রুপ আটকে রাখে। পরে শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করেন।

রাসেলের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই একই ভেন্যুতে আরেক সংবাদ সম্মেলন করেন সংগঠনের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। তিনিও হান্নান মাসউদের ঘটনা নিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করেন।

দুটি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে প্রেস ক্লাব প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা এক পর্যায়ে হট্টগোল ও হাতাহাতিতে রূপ নেয়। এতে কয়েকজন আহত হওয়ার দাবি করেন উভয় পক্ষের সদস্যরা।

এর আগে, শনিবার বিকেল ৩টায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করেন আব্দুল হান্নান মাসউদ ও রাসেল আহমেদ।

এ ঘটনায় চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু সমাধান ও শান্তি পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *