পিএসএলে দল পেলেন লিটন,নাহিদ ও রিশাদ

অনলাইন ডেক্স:পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার—নাহিদ রানা, লিটন কুমার দাস এবং রিশাদ হোসেন। তবে ড্রাফটের প্রথম ডাকে কোনো দল আগ্রহ দেখায়নি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের প্রতি।

গতি দিয়ে নজর কাড়া তরুণ পেসার নাহিদ রানা প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পিএসএলে। টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশ দলের হয়ে অভিষেক ঘটানো নাহিদ চলমান বিপিএলে দুর্দান্ত পারফর্ম করছেন। তাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। গোল্ড বিভাগের প্রথম ডাকে নাহিদকে দলে ভেড়ায় পেশোয়ার, যা তাকে পিএসএলে দল পাওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার করে তোলে।

বাংলাদেশ দলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার একদিন পরই পিএসএলে দল পেলেন লিটন দাস। করাচি কিংস তাকে দলে ভিড়িয়েছে। ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএলে দুর্দান্ত এক সেঞ্চুরি করার পরপরই এই সুসংবাদ আসে।

লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। ড্রাফটের সিলভার বিভাগের তৃতীয় রাউন্ড থেকে তাকে নির্বাচন করে দলটি।

পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ২৯ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন। তবে দল পেয়েছেন মাত্র তিনজন—নাহিদ, লিটন এবং রিশাদ। প্লাটিনাম বিভাগে থাকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানসহ ডায়মন্ড বিভাগের তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম সাকিব ও তাওহিদ হৃদয় প্রথম ডাকে দল পাননি।

পিএসএলের দশম আসর শুরু হবে আগামী ৮ এপ্রিল এবং শেষ হবে ১৯ মে। ওই সময়ে ঢাকা প্রিমিয়ার লিগ ছাড়া বাংলাদেশের ক্রিকেটারদের তেমন কোনো ব্যস্ততা থাকবে না। ফিটনেস নিয়ে কোনো সমস্যা না থাকলে বিসিবি থেকে অনাপত্তিপত্র পেতে সমস্যা হওয়ার কথা নয়।

এই তিন ক্রিকেটারের অংশগ্রহণ বাংলাদেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক লিগে অভিজ্ঞতা বাড়াতে ভূমিকা রাখবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *