অনলাইন ডেক্স: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আলোচনা-সমালোচনা থামছে না। পারিশ্রমিক ইস্যুতে এবারই সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে, পাশাপাশি উঠেছে স্পট ফিক্সিংয়ের অভিযোগও। সন্দেহের তালিকায় থাকা একাধিক ক্রিকেটারের মধ্যে রয়েছেন দুর্বার রাজশাহীর ব্যাটার ও শুরুর দিকের অধিনায়ক এনামুল হক বিজয়।
স্পট ফিক্সিং অভিযোগের তদন্তের অংশ হিসেবে এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগের অনুরোধে সরকারের সংশ্লিষ্ট সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে।
বিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, “এনামুল হকের বিষয়ে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বিপিএলের চলতি আসরে স্পট ফিক্সিং নিয়ে বিসিবির দুর্নীতি দমন বিভাগ তদন্ত শুরু করেছে। সন্দেহের তালিকায় রাজশাহীর একাধিক ক্রিকেটার রয়েছেন, যাদের মধ্যে অন্যতম এনামুল হক বিজয়। অভিযোগ প্রমাণিত হলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে।
গত ১৯ জানুয়ারি পর্যন্ত দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন বিজয়। এরপর তাকে সরিয়ে তাসকিন আহমেদকে নেতৃত্ব দেওয়া হয়। তবে পারফরম্যান্সের দিক থেকে তিনি শীর্ষে ছিলেন। ১২ ম্যাচে ৩৯.২০ গড়ে ৩৯২ রান করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বিজয়। তার ইনিংসে রয়েছে দুটি ফিফটি ও একটি সেঞ্চুরি।








