বিপিএল ফাইনালে বরিশালের হয়ে খেলতে আসছেন জেমস নিশাম

অনলাইন ডেক্স: আগের দিন (৩ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে খুলনার বিপক্ষে আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সকে খেলিয়েছিল রংপুর রাইডার্স, তবে তাদের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। বাজেভাবে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রংপুর।

অন্যদিকে, চিটাগং কিংসকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। শিরোপা ধরে রাখতে এবার নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশামকে উড়িয়ে আনছে বরিশাল।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরে অনুষ্ঠিত হবে ফাইনাল।দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জয়ী দল ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে।

বিপিএলের এবারের আসরে দারুণ ছন্দে রয়েছে ফরচুন বরিশাল। ১২ ম্যাচে ৯ জয় নিয়ে ১৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ পর্বের শীর্ষে ছিল তারা। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে যায় বরিশাল।

বরিশাল এবারের আসরে কাইল মেয়ার্স, মোহাম্মদ নবী, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আলী, জেমস ফুলার, ডেভিড মালানের মতো তারকা ক্রিকেটারদের দলে নিয়েছে। এবার নিশামও সেই তালিকায় যুক্ত হলেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) নিশাম ইনস্টাগ্রাম স্টোরিতে দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি বাংলাদেশে আসার তথ্য জানান। এরপর থেকেই কোন দলে খেলবেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়।

প্রাথমিকভাবে খুলনা টাইগার্সের মিডিয়া ম্যানেজার বিষয়টি অস্বীকার করলেও, পরে ফরচুন বরিশাল নিশ্চিত করে যে নিশাম তাদের হয়ে ফাইনাল খেলতে আসছেন। ধারণা করা হচ্ছে, পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফের অভাব পূরণ করতেই নিশামকে দলে নেওয়া হয়েছে।

ফাহিম আশরাফ পুরো টুর্নামেন্টে দারুণ পারফর্ম করেছেন। ১১ ম্যাচে ২০ উইকেট নেওয়া এই মিডিয়াম পেসার ছিলেন বরিশালের অন্যতম সেরা অস্ত্র। নিশামও পেস বোলিংয়ের পাশাপাশি বিধ্বংসী ব্যাটিং করতে পারেন, যা ফাইনালে বরিশালের শক্তি বাড়াবে।

এবার দেখার বিষয়, নিশামের সংযুক্তি বরিশালকে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা এনে দিতে পারে কি না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *