দায়িত্বশীল সাংবাদিকতা, উন্নত সমাজের নির্মাণে শক্তিশালী হাতিয়ার

অনলাইন ডেক্স: বর্তমানে সংবাদমাধ্যম আগের যেকোনো সময়ের তুলনায় স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব মুহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন,দেশের প্রধানতম বন্দর ও বাণিজ্যিক নগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। এ অঞ্চলে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় বিদেশি বিনিয়োগকারীদের চট্টগ্রাম বন্দরের সুবিধা গ্রহণের পাশাপাশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। চট্টগ্রামে বিনিয়োগ হলে পুরো দেশ লাভবান হবে, কারণ এটি দেশের অর্থনীতির লাইফলাইন।”

সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি। সঞ্চালনা করেন কমিটির সদস্য মুস্তফা নঈম।

এছাড়া বক্তব্য দেন—চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর।চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।সাংবাদিক আলমগীর অপু, মোহাম্মদ শহিদুল ইসলাম, মজুমদার নাজিম উদ্দিন, নুর উদ্দিন আলমগীর, হাসান মুকুল ও ওয়াহিদ জামান।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন,সরকার বৈষম্যবিরোধী নীতি অনুসরণ করছে এবং সুষম উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দেশের মানুষকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।

সভায় জাহিদুল করিম কচি এমএ আজিজ স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বরাদ্দ বাতিল করে চট্টগ্রাম ক্রীড়া সংস্থার অধীনে ফিরিয়ে দেওয়ার জন্য ডেপুটি প্রেস সচিবের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *