অনলাইন ডেক্স:নগরের জলাবদ্ধতা নিরসনে আগ্রাবাদের নাছির খালের খনন কার্যক্রম উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।
শনিবার (৮ ফেব্রুয়ারি) নগরের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি বলেন, “আমরা সবাই নানা চেষ্টা চালাচ্ছি যাতে জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু সেটি অর্জন করতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের অংশগ্রহণে আমাদের কাজ আরও সহজ হবে।”
তিনি আরও বলেন, “অনেক ময়লা ড্রেনে আসছে যা আসার কথা ছিল না। বালিশ, কাথা, কম্বল—এ ধরনের জিনিস ড্রেনে ফেলা হচ্ছে। এগুলো সিটি করপোরেশনের ময়লার স্থানেই ফেলা উচিত। আপনারা এলাকাতে যে কমিটিগুলো গঠন করেছেন, সেগুলোর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করুন, যাতে ময়লা এক জায়গায় রাখা হয়। এরপর সিটি করপোরেশন তা সংগ্রহ করবে।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বলেন, “আমরা বিভিন্ন ওয়ার্ডে কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি, জমি অধিগ্রহণের সমস্যার কারণে খাল সোজা না হয়ে বাঁকানো হয়েছে। আমরা জানি, এ সমস্যার পেছনে পূর্ববর্তী সরকারের কিছু লোকজনের জমির বিষয় রয়েছে, যার কারণে খালের পানির গতি বাধাগ্রস্ত হয়েছে।”
তিনি জানান, “এই তিন মাসে বৃহৎ কিছু করা সম্ভব নয়, কারণ বর্ষাকাল দ্রুত আসছে। তবে এখন আমাদের প্রধান কাজ হচ্ছে মেইন খালগুলো পরিষ্কার করা এবং সেকেন্ডারি ড্রেনেজ ও ছোট ছড়াগুলো পরিষ্কার করা, যাতে বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যা কিছুটা হলেও লাঘব করা যায়।”
এদিন উপদেষ্টা আগ্রাবাদ, বারইপাড়া, চকবাজারসহ অন্যান্য এলাকায় জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, অতিরিক্ত কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানম, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ বিভিন্ন সেবা সংস্থার শীর্ষ কর্মকর্তারা।








