সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

অনলাইন ডেক্স: চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলন করতে গিয়ে পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়, এতে আহত হয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম ও শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন আন্দোলনকারীরা। সচিবালয়ের সামনে পৌঁছানোর আগেই দুই দফা ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় পুলিশ। তবে তারা বাধা অতিক্রম করে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সরে যেতে বললেও তারা রাজি হননি। একপর্যায়ে বাগ্-বিতণ্ডা গড়ায় হাতাহাতিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। সংঘর্ষে ডিসি মাসুদ আলমের ঠোঁট ও হাত ফেটে যায় এবং শাহবাগ থানার ওসি খালিদ মনসুর মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তারা প্রাথমিক চিকিৎসা নেন।

সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলে জলকামান থাকলেও পুলিশ সেটি ব্যবহার করেনি। সংঘর্ষের পর আন্দোলনকারীদের অন্তত পাঁচজনকে আটক করতে দেখা গেছে।

এ বিষয়ে শাহবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. দেলোয়ার হোসেন বলেন, “আহতের বিষয়ে এখনো নিশ্চিত নই। তবে পুলিশ দায়িত্ব পালন করছে, আটকের বিষয়ে পরে জানানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *