অনলাইন ডেক্স: চট্টগ্রামের পতেঙ্গায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মারধরের ঘটনায় আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে মোট গ্রেপ্তার সংখ্যা দাঁড়িয়েছে ১২ জন।
শনিবার (১ মার্চ) দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—গনপতি (৫৭),হামিদুর রহমান (৩০), রোহান (২০),আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫),শুভ (১৯) ,জীবন (২৬), রুমেল (৩০) ,রেজাউল করিম (৪৫) ,সিয়াম শেখ (১৮)।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা পরিকল্পিতভাবে এসআই ইউসুফ আলীকে হেনস্তা করেছিল। তারা মূলত ছিনতাইকারী ও মাদকসেবী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন এসআই ইউসুফ আলী।
এসময় একদল দুষ্কৃতকারী তাকে মারধর করে এবং তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়্যারলেস সেট ছিনিয়ে নেয়।
আহত এসআই ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য চিৎকার করেন। কিন্তু হামলাকারীরা তাকে ‘ভুয়া পুলিশ’ বলে গুজব ছড়িয়ে আশপাশের লোকজনকে জড়ো করে।
খবর পেয়ে পতেঙ্গা থানা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
এসময় জনতা দুইজন হামলাকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।








